আওয়ার ইসলাম: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া আরজাবাদ-এর পরিচালক মাওলানা মোস্তফা আজাদকে দেখতে গিয়েছিলেন জমিয়তের উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী।
এ সময় তার সাথে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্মমহাসচিব হাফেজ মাওলানা নাজমুল হাসান, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ-সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর জমিয়তের নায়েবে আমীর মুফতী জাকির হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি মুফতী নাসির উদ্দীন খান, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
৭ নভেম্বর বিকেল ৪টায় আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে জমিয়তের নেতৃবৃন্দ ধানমন্ডির কলাবাগানে অবস্থিত ওরিয়েন্ট জেনারেল হাসাপাতালে গেলে দায়িত্ব পালনরত ডাক্তার জমিয়ত নেতৃবৃন্দকে আইসিইউ’তে নিয়ে যান।
জমিয়ত নেতৃবৃন্দ মাওলানা মোস্তফা আজাদ এর পাশে কিছু সময় কাটান এবং তাঁর রোগ মুক্তি ও হায়াতে তাইয়্যেবার জন্য বিশেষ দোয়া করেন।
আইসিইউ থেকে বের হয়ে জমিয়ত নেতৃবৃন্দ দায়িত্বরত ডাক্তার এবং পরিবারের সদস্যদের কাছে মাওলানা মোস্তফা আজাদ এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। বিকেল ৫টায় জমিয়ত নেতৃবৃন্দ বিদায় নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।