নিহার মামদুহ
প্রতিবেদক
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ২৩ মামলা চলতে আর কোনো আইনী বাধা নেই।
আদালত ২৩ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন এবং মামলার উপর দেয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন।
রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল সূচিরা হোসাইন। মামলার বাদী পক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম ফারুক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করা হয়।