আওয়ার ইসলাম: মিয়ানমারের বর্বর ও পাষর্ণ সেনা ও বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে রেহায় পায়নি ১০ বছরের কম বয়সী শিশুরাও। তাদেরকে ধরেও যৌন নিপীড়ন ও ধর্ষণ করা হয়েছে।
আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারের চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডার বাংলাদেশের কুতুপালং এর স্বাস্থ্য কেন্দ্রের যৌন ও প্রজনন সংক্রান্ত ইউনিটে বেশ ক’জন রোহিঙ্গা মেয়েকে চিকিৎসা ও মানসিক সমর্থন দেওয়া হচ্ছে।
সংগঠনটির এক মুখপাত্র জানান, যারা ধর্ষণজনিত কারণে ওই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন তাদের অর্ধেকেরই বয়স ১৮ কিংবা তার নিচে। এরমধ্যে একজনের বয়স ৯ বছর। এছাড়া ১০ বছরের কম বয়সী আরও কয়েকজন শিশু রয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডারে নিয়োজিত এক ধাত্রী আয়েরলিন পিফেইল বলেন, ‘কলঙ্ক, লজ্জা ও যা ঘটেছে তার জন্য নিজেরা দায়ী সাব্যস্ত হওয়ার আতঙ্কে ধর্ষণের শিকার নারী ও কিশোরীরা প্রায়ই চিকিৎসা সুরক্ষা নিতে যায় না।’
রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে রোহিঙ্গা শরণার্থীরা বার বারই সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন নিপীড়ন সংঘটিত হওয়ার অভিযোগ করে আসছে। তবে এবারই প্রথম এতো বেশি সংখ্যক শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার আলামত মিললো।
রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন