শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন হাফেজ নেছার আহমদ আন নাছিরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ
বিশেষ প্রতিবেদক

মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা হাফেজদের জন্য কাজ করছেন রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।

সম্প্রতি টানা পাঁচদিন তিনি সেখানে উপস্থিত থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ অসহায়দের নগদ অর্থ দিয়েছেন।

তবে রোহিঙ্গা ক্যাম্পে হাফেজে কুরআনদের জন্য আলাদা নজর ছিল খ্যাতিমান এ হাফেজের। উখিয়া ও টেকনাফের কয়েকটি ক্যাম্প ঘুরে ঘুরে বের করেছেন এসব হাফেজকে।

আওয়ার ইসলামের সঙ্গে কথোপকথনে হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী বলেন, প্রথম দফায় আমরা মারকাজুত তাহফিজ প্রকাশিত হাফেজদের জন্য বিশেষ কুরআন শরিফের প্রায় ৫০০ কপি বিতরণ করেছি। হাফেজরা আধুনিক এ কুরআন পেয়ে খুশি হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের কুরআনের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছি। ছোট ছোট ছেলে মেয়ে আমাদের দেখে দৌড়ে এসে বলেছে আমরা হাফেজ। তবে অনেক শিশুই রয়েছে যারা অর্ধেক হিফজ পড়েছেন কারও বা ৩/৫ পাড়া বাকি।

তিনি জানান, মারকাজুত তাহফিজের ত্রাণ টিম সেখানে অবস্থান করছে। যারা অর্ধেক হাফেজ হয়েছেন তাদের লিস্ট করা হচ্ছে। তারা যেন ভালোভাবে পূর্ণাঙ্গ হাফেজ হতে পারে আমরা সে সহায়তা করবো।

Image may contain: 1 person, standing and outdoor

কাজের এক ফাঁকে সেনা সদস্যের সঙ্গে কথা বলছেন

রোহিঙ্গা হাফেজদের কুরআন তেলাওয়াত খুবই সুন্দর। তাদের মধ্যে প্রচুর মেধাবীও রয়েছে। যাদের নিয়ে সামান্য মেহনত করা গেলে তারাও আন্তর্জাতিক ইভেন্ট থেকে অনেক পুরস্কার আনতে পারবে। জানালেন, হাফেজ আন নাছিরী।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কাজের জন্য সেনাবাহিনীর সহযোগিতামূলক মানসিকতার প্রশংসাও করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ত্রাণ টিম আগামী ৩ নভেম্বর আবারও যাবে রোহিঙ্গা ক্যাম্পে। থাকবে ত্রাণ, অর্থ সহায়তা ও হাফেজদের জন্য কল্যাণমূলক অনেক কিছুই।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ