আবরার আবদুল্লাহ : এখনি রোহিঙ্গাদের দেশে ফেরত না পাঠানোর নির্দেশনা দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত্র এক রায়ে আদালত বলেছেন, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো রোহিঙ্গাকে বের করে দেয়া যাবে না।
রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো ইস্যুতে আগামী ২১ নভেম্বর পরবর্তী শুনানি হবে।
সরকারের কোনো আকস্মিক পরিকল্পনা থাকলে তা আদালতকে জানাতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট আজ বলেছেন, রোহিঙ্গা ইস্যুর জাতীয় গুরুত্ব রয়েছে কিন্তু এর পাশাপাশি রোহিঙ্গাদের মানবাধিকারের বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন।
আদালত বলেছেন, মানবিক মুল্যবোধ আমাদের সংবিধানের ভিত্তি। দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা গুরুত্বপূর্ণ। তবে নির্যাতনের শিকার নারী ও শিশুদের উপেক্ষা করা যাবে না।
মানবিকতার প্রশ্নে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশ থেকে মিয়ানমারে ফেরত না পাঠানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে দেশের বিশিষ্টজনরা এক খোলা চিঠিতে আহ্বান জানিয়েছেন।
সূত্র : পার্স টুডে