আওয়ার ইসলাম : স্বাধীনতার পর থেকে দিয়ে আসা হজভর্তুকি তুলে দিচ্ছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে পুরুষ সঙ্গী ছাড়াই ৪৫ বছরের বেশি বয়সী নারীদের দলবদ্ধ হয়ে হজে যাওয়ার অনুমতি দেয়ারও প্রস্তাব রয়েছে ওই খসড়ায়।
তবে কমপক্ষে চারজনের দল গড়ে হজযাত্রা করতে হবে নারীদের।
এর আগে দেশটির সুপ্রিম কোর্ট ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে হজভর্তুকি তুলে দেয়ার নির্দেশ দিয়েছিলো।
ভারতীয় গণমাধ্যম বলছে, এই খসড়া তৈরি করেছে সাবেক সচিব আফজাল আমানুল্লার নেতৃত্বাধীন একটি কমিটি। সম্প্রতি তা জমা পড়েছে দেশটির সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভির দফতরে।
নরেন্দ্র মোদী সরকার ২০১৮ সালের হজযাত্রা নতুন নীতি অনুযায়ী করতে চায় বলে জানিয়েছেন নকভি। তার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয় সূত্রের খবর, হজযাত্রায় খরচ কমলে যে টাকা সরকারের হাতে থাকবে তা মুসলিম সম্প্রদায়েরই উন্নতির জন্য খরচ করা হবে।