শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

যশোর ইমাম পরিষদের ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ গেলে টেকনাফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ কোটি ৬ লাখ টাকার ত্রাণ নিয়ে শনিবার কক্সবাজারে রওনা দিয়েছেন যশোর জেলার ইমাম পরিষদের নেতারা। এসব অর্থ রোহিঙ্গাদের মধ্যে বিলিয়ে দেবেন তারা।

জানা যায়, যশোরের আটটি উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব অর্থ। রোহিঙ্গাদের জন্য মানুষ স্বতস্ফূর্তভাবে এসব দান করেছেন।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর নেতৃত্বে ৪৩ সদস্যের টিম কক্সবাজারের বিভিন্ন আশ্রায় শিবিরের এ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ ছাড়াও শরণার্থীদের জন্য অর্ধশত ঘর নির্মাণ করে দেয়া হবে। নিরাপদ পানির জন্য স্থাপন করা হবে ১টি গভীর নলকূপসহ ২৫টি টিউবওয়েল।

কক্সবাজার পৌঁছে ৩টি দলে ভাগ হয়ে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন বলে পরিষদ প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান জানান।

৪৩ সদস্যের ত্রাণ বিতরণকারী প্রতিনিধি দলের মধ্যে সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন, উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম, মাওলানা সাখাওয়াত হুসাইন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল আনোয়ার নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মিজানুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ রয়েছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ