আওয়ার ইসলাম : মিয়ানমারকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ঘোষণা করে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘মিয়ানমার কূটনীতিক সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত তাদের সঙ্গে আমাদের প্রতিবেশি দেশ হিসেবে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে।’
আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর কালের কণ্ঠের
তথ্যমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেনি। তারা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। তাদের দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, আমরা এটার নিন্দা জানিয়েছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বার বার ডেকে আমাদের বক্তব্য জানিয়েছি।’
তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। দেশের সকল রাজনৈতিক দলের উচিত সরকারের এই অবস্থান ও কার্যক্রমকে সমর্থন করা। এটা নিয়ে রাজনীতি ও বিরোধিতা করলে রোহিঙ্গাদের, মানবতার ও বাংলাদেশের ক্ষতি হবে।