ঈদানন্দ
আহমেদ পলাশ
খুশির বারতা নিয়ে ফিরে এলো ঈদ
এমন খুশির দিনে চোখে থাকে নিদ?
গাছপালা ফুল পাখি হাসে চাঁদ তারা
পাহাড়ের বুকে হাসে ঝর্ণাধারা।
নদ-নদী খাল-বিল সাগরের জল
সেও আজ মহাখুশি হাসে ছলছল।
মেঘমালা মেঘহীন রোদে জ্বলজ্বল
তাই দেখে বুড়ো দাদু হাসে খল খল।
কৃষকের ধানক্ষেত সেও দোলে পালে
ভাটিয়ালী গান গায়ছন্দের তালে।
প্রকৃতিও নবরূপে সেজেছে রঙিন
সবুজের সমারোহে নাচে তাক ধিন।
পদ্মাও বলেছে ভাঙবে না পাড়
আজকের দিনে যে সব দিবে ছাড়।
দখিনে কারা যেন গান গেয়ে যায়
ঈদের এই খুশিতে আয় ছুটে আয়।
কষ্টে কাঁদে প্রাণ
তামান্না সঞ্চিতা
আগের মতন ঈদের খুশি
লাগবে কেমন করে
বিশ্বে যখন অত্যাচারে
যাচ্ছে মানুষ মরে।
ছোট্ট শিশু পায় না রেহাই
নরপশুর হাতে
খেলছে তারা রক্তে হোলি
দিনে এবং রাতে!
কোথাও কাঁদে বানভাসিরা
কিসের খুশি ঈদ
বানের জলে ঘর ভেসেছে
হারায় চোখের নিদ।
এসব ভেবে ভাল্লাগে না
কষ্টে কাঁদে প্রাণ
প্রভুর কাছে করছি দোয়া
আসুক পরিত্রাণ।
কুরবানি
অাবদুল্লাহ অাশরাফ
ত্যাগ মহিমার সুর-বাণী
বিশ্বজুড়ে একটি অাওয়াজ
কুরবানী দে কুরবানি।
ইবরাহিমের ত্যাগের কথা
কেউ ভুলেনি সেই সে প্রথা
বিশ্বজুড়ে চলছে অাজও
মহান প্রভুর নূর-বাণী।
দু' হাত তুলে খোদার পানে
চাই যে ক্ষমা নতুন গানে
ইবরাহিমের সেই চেতনা
নয় তো অাজও দূর-বাণী।
ঈদগাঁহেতে কোলাকুলি
সব ভেদাভেদ ভোলাভুলি
তারপরে অাজ চলবে সবার
মনের ঘরের কুরবানি।
হাসি-খুশির বন্যা
গোলাম মোরশেদ মিলন
খুকি ওঠে বাড়ির ছাদে
খোকা ওঠে ডালে
চাঁদটা দেখার আশা নিয়ে
দুহাত রাখে গালে।
চাঁদ গেল কই চাঁদ গেল কই
চাঁদ ওঠে না কেন?
খোকা-খুকির মন ভারি হয়
কান্না আসে যেন।
যেই দেখা যায় চাঁদের আলো
খোকন মারে পটকা,
ঈদ এসেছে ঈদ এসেছে
আর থাকে না খটকা।
চতুর্দিকে ঢেউ খেলে যায়
হাসি-খুশির বন্যা
সবার মনে সুখের আমেজ
মা-ছেলে আর কন্যা।
সেলফি
জয়নব জোনাকি
আমার গরু হতে হবে
সবার চেয়ে দামী
কারণ আমি এলাকাতে
সবার চেয়ে নামী ।
রাস্তা দিয়ে দেখবে লোকে
বলবে এটাই সেরা
দাম বেশি না কম হয়েছে
চলবে দারুণ জেরা।
ফেসবুকেতে সেলফি দেবো
গরুর সাথে বসে
কেউ দেবে হাত তালি আর
কেউ ফাটবে রোষে।
যে যেমনই ভাবুক আমায়
নয়তো সেটা চুরি
লোক দেখানো স্বভাব আমার
এটাই বাহাদুরি।
আজকে যে ভাই ঈদ
সুহাইল সাদি
আজকে যাদের মনের কোণে
কষ্ট আছে জমা
মুচকি হাসির অপার দানে
সব করে দাও ক্ষমা।
রাখবে নাকো জিদ
আজকে যে ভাই ঈদ।
বছরজুড়ে তোমরা ছিলে
আলসে ঘুমে কাতর
আজ সকালে গোসল করে
মাখবে গায়ে আতর।
ভাঙবে অলস নীদ
আজকে যে ভাই ঈদ।
একটি দিনের জন্য হলেও
আসুন মানুষ হই
পড়শী-পাড়ার মুখে মুখে
ফুটাই হাসির খই।
ভালো থাকুক হৃদ
আজকে যে ভাই ঈদ।
ঈদের খুশি
মাহমুদ পারভেজ
ঘরে ঘরে ঈদের খুশি
ঈদের খুশির শেষ নেই
ঈদের খুশি পৌঁছে না যে
এমন কোন দেশ নেই।
ঈদের খুশি খুব ছোঁয়াছে
এই খুশি যায় ছড়িয়ে
ঈদ খুশিতে আত্মহারা
কেউ পড়ে যায় গড়িয়ে।
ধনী গরিব সবাই ভাসে
এই না খুশির জোয়ারে
ঈদ এসেছে সবার মাঝে
সব মানুষের দুয়ারে।