আজ ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
প্রকাশ: ০৩ মে, ২০২৪, ১১:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

পুরো এপ্রিল মাসজুড়ে গরমে পুড়েছে দেশবাসী। এমন অবস্থার পর স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির এ প্রবণতা ঢাকাসহ ৫ বিভাগে আজ শুক্রবার (৩ মে) সারাদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াস বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াস বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বিস্তার লাভ করতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা কমবে এবং তাপপ্রবাহের এলাকাও কমে যাবে।

এনএ/