শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জনতার চেয়ারম্যান নামে পরিচিত সৈয়দ তালহা আলমকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিল এবং গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলার জমিয়তের গণজাগরণে তালহা আলমকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তালহা আলমকে জমিয়তের প্রার্থী মনোনীত করেন। 

জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হুসাইন খাঁন বলেন, অতীতে সুনামগঞ্জ-৩ এই আসনটি বিএনপি জোট জমিয়তকে দিয়েছে এবং আগামীতে জোট হলে জমিয়ত জোটের কাছে আসনটি চাইবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে 'জনতার চেয়ারম্যান' সৈয়দ তালহা আলম বলেন, 'ইসলাম, দেশ ও জাতির খেদমত করে যেতে চাই। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছি, আগামীতেও আমাদেরকে দেশ ও জাতির সেবা করার সুযোগ করে দিন। সুনামগঞ্জ- ৩ আসনে জনগণের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করছি। আগামী নির্বাচনে সৎ, ন্যায়, যোগ্য, আদর্শবান নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠানোর দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, সহ-সভাপতি শায়েখ মাওলানা আব্দুশ শহীদ জামালাবাদী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা রশীদ আহমদবিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসাইন খাঁন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ,  সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদী প্রমূখ।

উল্লেখ্য, জননেতা সৈয়দ তালহা আলম ১২ দলীয় জোটের হয়ে বিএনপির সকল যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন এবং সুনামগঞ্জ ৩ আসনে জনতার চেয়ারম্যান নামে তিনি পরিচিত। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে জমিয়তের কার্যক্রম বর্তমানে অনেক বেশী শক্তিশালী। 

কাউন্সিলে মাওলানা হুসাইন আহমদকে সভাপতি এবং এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের মোট ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ