আওয়ার ইসলাম : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজযাত্রীদের ভিসা নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘হজযাত্রীদের ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দ্রুতই সমাধান হয়ে যাবে।'
বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী সংকট সৃষ্টির পেছনে হজ এজেন্সিগুলোকে দায়ী করেন এবং তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।'
৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে: মেনন
তিনি বলেন, 'বারবার বলার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী।’
মন্ত্রী আরও বলেন, 'সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। যে হজযাত্রীরা ভিসা পাননি, তারা এখন ভিসা পাচ্ছেন।'