সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিজবুল্লাহর হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলের সেনারা।

রবিবার তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছিল।

তিনি আরও বলেছেন, “তায়ারের আল-বায়াদা পাহাড় কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা এটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদরদফতর অবস্থিত।”

এই সাংবাদিক আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গুরত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাংক বিধ্বংসী মিসাইল নিক্ষেপের পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে পিছু হটে।

এদিকে, স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী সেনারা। তায়ার লক্ষ্য করে রবিবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে তারা। সূত্র: আল-জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ