বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


এএসপি মিজানের লাশের ময়না তদন্ত সম্পন্ন, নিঃসন্দেহে হত্যাকাণ্ড: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইওয়ে পুলিশের এএসপি মিজানের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ জানিয়েছে এএসপি মিজানের লাশের ভিসেরা সংরক্ষণ করে কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিহত মিজানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চামড়ার নিচে রক্ত জমাট অবস্থায় ছিলো। এছাড়া তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ভিসেরা সংরক্ষণ করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে।

এদিকে এএসপি মিজানুর রহমান তালুকদারের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। বৃহস্পতিবার গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন

শহিদুল হক বলেন, ‘এ হত্যাকাণ্ড কেন ঘটানো হয়েছে বা কারা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কাজ শুরু হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তদন্ত করছে।’

উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

এসএস/


সম্পর্কিত খবর