বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


টানা বর্ষণে গৃহবন্দী রাজধানীবাসী: বাড়ছে দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: কয়েকদিনের টানা বর্ষণে গৃহবন্দী হয়ে পড়েছে রাজধানীবাসী। গত কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে গৃহভ্যন্তরে আটকে পড়েছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ।

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, সায়দাবাদ, মানিনগর মুগদা, মতিঝিল, মালিবাগ, মৌচাকসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে রাস্তাঘাটে থাকা খানাখন্দ বৃষ্টির  পানিতে ভরে গিয়ে দূর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এতে কর্মস্থলগামী যাত্রী এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় ফ্লাইওভারের নিচে রাস্তায় তৈরি হওয়া গর্ত মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে যাত্রী ও পথচারীদের অভিযোগ নগরীর জলাবদ্ধতার জন্য জনপ্রতিনিধিদের উদাসীনতাই দায়ি। এছাড়াও অপরিকল্পিত অযত্ন অবহেলায় নির্মাণ কাজে দীর্ঘসুত্রতার কারণে প্রতিনিয়িতই দূর্ঘটনা ঘটছে।

এসএস/


সম্পর্কিত খবর