বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করলো ঢাকা মহানগর পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীতে বসবাসকারী অসহায়, এতিম ও দুস্থদের মাঝে ঈদের কাপড় বিতরণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টার ও হাইকোর্ট মাজার গেটে অসহায় মানুষদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

অসহায় ও দুস্থ মানুষের মাঝে এক হাজার নয়শো পিস (শাড়ি, লুঙ্গি ও ছোট শিশুদের পোশাক) ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও মতিঝিল বিভাগ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করে। এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাপড় বিতরণের সময় ডিএমপি কমিশনার বলেন, ‘আপনাদের ভালো রাখার জন্য বাংলাদেশ পুলিশ রাতদিন ২৪ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছে। আমরা ডিএমপি’র কার্যক্রম আরও বেগবান করেছি। ঢাকা মহানগরীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টি নাই বললেই চলে। সব জায়গায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ এদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, সে মানুষ না। আমরা নিজেদের বেতনের টাকায় আপনাদের জন্য ঈদের নতুন কাপড় নিয়ে এসেছি। আমার সন্তান ও পরিবার ঈদে নতুন কাপড় পড়বে, আর এসব অসহায় মানুষ ঈদে নতুন কাপড় পড়বে না, এটা হবে না। ঈদের খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ