আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, গ্রীক মূর্তি স্থাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ঈমান আকীদা ও চিন্তা চেতনার পরিপন্থী। মূর্তি স্থাপন মুসলিম দেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না।
তিনি আরও বলেন, গুটিকয়েক নাস্তিক্যবাদীর কাছে সরকার মাথা নত করলে দেশের ৯৫ ভাগ মুসলমানের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে সময় লাগবে না। তিনি বলেন মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
মূর্তি সরালে নাকি মসজিদও সরাতে হবে, সুলতানা কামালের এতবড় স্পর্ধা!
আজ রবিবার বিকালে রাজধানীর কদমতলী থানা খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব আজিজুল হক খসরুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন প্রিন্সিপাল শফিকুল ইসলাম, মোঃ আব্দুর রব, মুফতি আনিসুর রহমান, ফেরদৌস আহমদ কোরাইশি, মাস্টার জামালউদ্দিন, জাহাঙ্গির আলম, কামাল আহমদ, এস.আর.খান ও ছাত্রনেতা নাজমুল হাসান ফাহিম প্রমূখ।
মাওলানা ফিরোজ আশরাফী বলেন, সড়কের নামফলক থেকে হাফেজ্জী হুজুরের নাম বাদ দেওয়া এবং গ্রীক মূর্তি স্থাপন করা একই সূত্রে গাথা। তিনি বলেন মূর্তি থাকবে মন্দিরে; রাস্তাঘাটে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না।
-এআরকে