বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগানিস্তানে পাকিস্তানী ২ কূটনীতিক অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তনে কর্মরত দুই পাকিস্তানী কূটনীতিককে অপহরণ করা হয়েছে। শুক্রবার তারা পাকিস্তানে ফেরার জন্য গাড়িতে রওনা দিলে পথিমধ্যে তাদের অপহরণ করা হয়। খবর রয়টার্স।

অপহরণের ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিশ্চিত করে এখনো কেউ কিছু বলতে পারেনি। তবে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বেও পাকিস্তানে কূটনীতিকদের অহরণের চেষ্টা করে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অপহরণের ঘটনায় পাকিস্তান সরকার আফগানিস্তানকে তাদের সবোর্চ্চ শক্তি নিয়োগ করে কূটনীতিকদের খুঁজে বের করার দাবি জানিয়েছে।

একই সঙ্গে এই ঘটনার তদন্ত করে দোষিদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় আফগানিস্তান ইতিমধ্যে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে।

তুরস্ক কাতারের পাশে থাকার ৫ কারণ


সম্পর্কিত খবর