সামাজিক নেটওয়ার্ক টুইটারে পবিত্র কুরআনের আয়াত এবং ধর্মীয় বিষয় প্রচার করার অভিযোগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় 'জিনজিয়াং' প্রদেশে "উইগুর" শহরে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
জিনজিয়াং প্রদেশের কর্মকর্তা মুসলিম ঐ নারীকে সোমবার ৮ম মে গ্রেফতার করা হয়। চীনেরে কর্মকর্তারা ধর্মীয় চরমপন্থি ধারনা প্রচার করার অভিযোগ দেখিয়ে ঐ নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
জিনজিয়াং প্রদেশের পবিত্র কুরআন এবং মহান আল্লাহ'র সম্পর্কে কথা বলা আইন বিরোধী কাজ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়াও উক্ত প্রদেশের লাইব্রেরীতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিক্রয় করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চীনের কমিউনিস্ট সরকার সেদেশের সংখ্যালঘু মুসলমানদের ওপর বিশেষ করে গোলযোগপূর্ণ জিনজিয়াং অঞ্চলে অনেক সীমাবদ্ধতা আরোপ করেছে।
উক্ত প্রদেশের গত বছর রমজান মাসে রোজা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
সূত্র: ইকনা