আওয়ার ইসলাম : ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ঢাকা ঘেরাও কর্মসূচির নামে রাজধানীতে যে তাণ্ডব চালিয়েছিল তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ৫ মে রাজধানীতে যে তাণ্ডব হয়েছিল তার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের চিহ্নিত করা সম্ভব হলেও যারা মাঠে থেকে তাণ্ডব চালিয়েছিল তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
মনিরুল ইসলাম বলেন, ওই দিনের প্রতিটি ঘটনায় আলাদা আলাদাভাবে ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২১টি মামলা করেছে। বাকিগুলো ভুক্তভোগী সাধারণ মানুষ করেছেন। সবগুলো মামলাই তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত কমিশনার আরো বলেন, ওই দিন অনেক মানুষের জনসমাগম ছিল তাই তাদের সবার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তদন্ত করতে একটু সময় লাগছে। আমরা দ্রুত মামলাগুলোর তদন্ত শেষ করার চেষ্টা করছি।
-এআরকে