মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

কাজী নজরুল ভালো হিন্দু, দাবি আরএসএসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) দাবি করেছে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন ‘ভালো হিন্দু’।

আরএসএসের দাবি মতে, ভালো হিন্দু বলতে যা বোঝায় তার সমস্ত গুণাগুণ ছিল নজরুল ইসলামের মধ্যে। বিদ্রোহী কবি নজরুল ইসলামই ভালো হিন্দুর আদর্শ উদাহরণ বলে মনে করে সংগঠনটি।

পশ্চিমবঙ্গ আরএসএস শাখার সম্পাদক যিষ্ণু বসু জানান, একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ হওয়া সত্ত্বেও বিদ্রোহী কবি নজরুল ইসলাম একজন উৎসর্গীকৃত হিন্দু হয়ে বসবাস করেছেন। ভারতীয় ধর্মাচরণের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসনের বিরোধিতায় সেই সময় কাজী নজরুল ইসলামের যে জাতীয়তাবাদ প্রতিফলিত হয়েছিল এবং হিন্দু ও মুসলিমকে একত্রিত করার জন্য তার যে প্রচেষ্টা, তাতেই তাঁর ভালো হিন্দুত্বের পরিচয় পাওয়া যায়।

যিষ্ণু বসু আরো বলেন, এখনো অধিকাংশ মানুষের কাছে হিন্দুধর্মের প্রকৃত অর্থ স্পষ্ট নয়। আরএসএস যখন হিন্দুধর্মের কথা বলে, তখন সেটা কোনো স্কুল থেকে মুসলিমদের বের করে দেওয়া বোঝায় না। আমি সবাইকে বলতে চাই, বিদ্রোহী কবি নজরুল ইসলাম ছিলেন অনেক ভালো হিন্দু। কারণ, তিনি সবার ঊর্ধ্বে ছিলেন একজন প্রকৃত জাতীয়তাবাদী।

আগামী ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এই জনপ্রিয় কবির জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করতে চলছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। পাশাপাশি, নজরুলের সমস্ত কর্মকাণ্ড এবং সৃষ্টিকে ভারতের সমস্ত ভাষায় অনুবাদ করার পরিকল্পনাও নিয়েছে সংঘ পরিবার। চলতি বছরের শেষ দিকে কবি নজরুলের ৩৯টি কবিতা হিন্দি ভাষায় অনুবাদিত হতে যাচ্ছে বলেও জানা গেছে।

অন্যদিকে, বিদ্রোহী কবি নজরুল ইসলামকে ‘ভালো হিন্দু’ বলে ব্যাখ্যা করতে গিয়ে আরএসএসের ভাবধারায় বিশ্বাসী বিশিষ্ট ব্যক্তিত্ব রাকেশ সিনহা জানান, ১৯৭৬ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে নজরুলের প্রয়াণ হলেও আরএসএস মনে করে তিনি একজন ‘ভালো হিন্দু’ ছিলেন। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের মতো নজরুল ইসলামকেও উচ্চ আসনে বসাতে চায় সংঘ পরিবার। কারণ, নজরুল দর্শন, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা বাঁধন প্রতিষ্ঠিত করেছিলেন। তা ছাড়া তিনি ছিলেন একজন ভারতের জাতীয়তাবাদে দীক্ষিত বিপ্লবী ধর্মনিরপেক্ষ মানুষ।

কাজী নজরুলের কবিতা যেভাবে এসেছে বৈশাখ

কাজী মুতাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ