অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। স্বাগত বক্তব্য রাখেন জীষুষ্ণ প্রসন্ন মুখার্জি।
ভারত সরকারের বৃত্তি নিয়ে যারা দেশটিতে পড়াশোনা করেছেন, তাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছর ভারত সরকার ২০০ জনকে এই বৃত্তি প্রদান করে।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, 'আইটেক ও আইসিসিআর এ দুই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের তরুণদের বৃত্তি প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই এই বৃত্তির আওতায় পড়ালেখা শেষ করে বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।'
দিবসটি উপলক্ষে প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও লোকসঙ্গীতশিল্পী মনিরা ইসলাম পাপ্পু তাদের মোহনীয় কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেন। 'অনামিকা সাগরকন্যা' শীর্ষক নৃত্যনাট্য পরিবেশন করেন পূজা সেনগুপ্ত ও তার দল তুরঙ্গমী রেপাটরি ড্যান্স থিয়েটার।