রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে 'প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ'-এর এক সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে এক সংবাদ সম্মেলন করে কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেনের নেতৃত্বে শতাধিক শিক্ষক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, সাধারণ সম্পাদক হালিমুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা সংগঠনে যোগদানকারী নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হালিমুজ্জামান। সূচনা বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শাহিনুর আল-আমীন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমাজের সিনিয়র সহসভাপতি এ.কে.এম খসরুজ্জামান, ইলিয়াস হোসেন, মোকাম্মেল হোসেন, শহীদুল ইসলাম, মাহবুব হাসান রাজু, নুরুল ইসলাম, আজিজার রহমান মিল্টন, সেলিম হোসেন, নুর ইসলাম, আল মেরাজ, আতাউর রহমান, আবে কাওসার জাহান মিঠু, বাবুল আক্তার, মতিউর রহমান, মাসুদ করিম, রাশেদা খাতুন, কবির হোসেন, মুনসুর আলম টিপু, তূর্য বসুনিয়া, এখলাসুর রহমান প্রমুখ।