দেশের ১৭৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ মার্চ, যাচাই বাছাই ২১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল।
নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ১৬ এপ্রিল ১৭৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি ইউনিয়নের সাধারণ নির্বাচন, ১০১টি ইউনিয়নের বিভিন্ন পদে উপনির্বাচন এবং ১৭টি ইউনিয়নের সাধারণ নির্বাচনের সময় বন্ধঘোষিত কেন্দ্রগুলোতে ভোট অনুষ্ঠিত হবে।
এআর