বোমা হামলায় বহু মানুষ হতাহত হওয়ার পর প্রায় তিন সপ্তাহ আগে এসব ক্রসিং বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। ওইসব হামলার জন্য পাকিস্তান সরকার আফগানিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে এ পদক্ষেপ নেয়।
আফগানিস্তান বলেছে, সীমান্ত বন্ধ করে দেয়ার ফলে দেশটির অন্তত ২৫,০০০ নাগরিক পাকিস্তানে আটকা পড়েছে। দু'দেশের নাগরিকরা পরস্পরের দেশে থাকা নিজেদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে একে অন্যের দেশ ভ্রমণ করে। এ ছাড়া, উন্নত চিকিৎসার উদ্দেশ্যেও প্রতি মাসে শত শত আফগান নাগরিক পাকিস্তানে পাড়ি জমায়।
আজ (বুধবার) আবার দু’টি ক্রসিং খুলে দেয়া হবে বলে জানিয়েছে পাক কর্তৃপক্ষ। কিন্তু একদিন বা দু’দিনে আটকে পড়া হাজার হাজার মানুষের পক্ষে সীমান্ত অতিক্রম করা সম্ভব হবে না বলে অনেকে মনে করছেন।
এভাবে সীমান্ত বন্ধ করে রাখলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করার পর তোরখাম ও চামান ক্রসিং খুলে দিল পাকিস্তান। -পার্সটুডে
আরএফ