মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মূর্তি সরানোসহ ছাত্র মজলিসের ৮ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlish4আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস- এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, মূর্তি তৈরি, সংরক্ষন ও তাকে সম্মান প্রদর্শন করা ইসলামে সম্পর্ন নিষিদ্ধ। কারণ তা এক আল্লাহর সাথে শিরকের সমতুল্য। আর পৃথিবী থেকে চিরতরে মূর্তিকে অপসারনের জন্যই ইসলামের আগমন। এবং ন্যায় বিচার বা ইনাসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করে তাদের উপর আসমানী কিতাবাদী অবতীর্ণ করেছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হল মহাগ্রন্থ আল কোরআন, যা মানব জাতির কল্যানে অবতীর্ন। সুতরাং কোন ব্যাক্তি বা বস্তর মূর্তি কখনো ন্যায় বিচারের প্রতিক হতে পারে না। বরং ন্যায় বিচারের প্রতিক একমাত্র মহা গ্রন্থ আল কোরআন। তাই অবিলম্বে সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশের সর্ব্বোচ্চ আদালত প্রাঙ্গন থেকে মূর্তি অপসারন করে সেখানে আল কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর ২০১৬-১৭ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান সানি, প্রচার ও অফিস সম্পাদক মুহিবুর রহমান সুহেল, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক সোহাইল আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি উবায়দুর রহমান তারেক, পূর্ব জেলা সভাপতি সৈয়দ ফেদাউল হক, নরসিংদী জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

অধিবেশনে নিম্নোক্ত প্রস্তাবনা পাশ হয়:
১. আল্লাহ ও তাঁর রাসুল স. কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্থির বিধান রেখে আইন পাশ করতে হবে।
২. সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি অপসারন করে সেখানে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে।
৩. জাতীয় শিক্ষানীতি বাতিল ও শিক্ষা সিলেবাস পুরোপুরি সংশোধন করতে হবে।
৪. শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের হয়রানী, সরকার দলীয় ছাত্র সংগঠন কর্তৃক ভয়-ভীতি-নির্যাতন, ভর্তি বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সন্ত্রাসমুক্ত শিক্ষার পরিবেশবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে।
৫. প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্থি দিতে হবে।
৬. বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার ন্যামফলক থেকে আলেম-উলামার নাম প্রত্যাহারের চক্রান্ত বন্ধ করতে হবে।
৭. স্বকীয়তা ও স্বাতন্ত্রতা বজায় রেখে কওমী মাদরাসা সনদের সরকারী স্বীকৃতি দিতে হবে।
৮. মায়নমারসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম গণহত্যা, নির্যাতন ও হয়রানী বন্ধ করতে হবে। এবং তাদের পুনর্বাসনসহ সার্বীক সহযোগিতায় বাংলাদেশ সরকারকে বলিষ্ট ভ’মিকা রাখার আহবান জানায় অধিবেশন।

তাছাড়া খুন, গুম, শিশু-নারী নির্যাতন, দখলবাজি, দলীয়করণ, শিক্ষা বাণিজ্য ও দুর্নীতি আশংকাজনক হারে বৃদ্ধিসহ সামাজিক ও ধর্মীয় অবক্ষয় এবং আইন শৃংখলার চরম অবণতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনের এই সর্বোচ্চ ফোরাম।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ