[caption id="attachment_6795" align="alignleft" width="500"] প্রতীকি ছবি[/caption]
দাড়ি কেটে ফেলতে বলায় ভারতে আদালতের দারস্থ হয়েছেন মুসলমান এক পুলিশ কনস্টেবল। সংশ্লিষ্ট বিভাগ থেকে শেভ করার কথা বলায় দাড়ি রাখার অধিকার চেয়ে গুজরাটের হাইকোর্টে যান মোহাম্মদ সাজিদ সাবিরমিয়া শেখ (২৫) নামের ওই ব্যক্তি।
গত সপ্তাহে গুজরাট হাইকোর্টের বিচারক সোনিয়া গোকানি ওই আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য আগামী ২৫ এপ্রিল দিন ঠিক করেছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, মোহাম্মদ সাজিদ সাবিরমিয়া শেখ ২০১৬ সালের মার্চ মাসে গুজরাট পুলিশের বিশেষ বাহিনী লোক রক্ষক দলে (এলআরডি) যোগ দেন। এর পর থেকে তিনি গুজরাটের শাহীবাগে অবস্থিত বাহিনীর প্রধান কার্যালয়ে কর্মরত।
গত বছরের মার্চে যোগদানের পর প্রথম নয় মাস তাঁর দাড়ি নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রায় তিন মাস আগে তাঁর এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে দাড়ি কেটে আসতে বলেন। কিন্তু তিনি এতে সম্মত না হয়ে আদালতের দ্বারস্ত হন।
আরআর