আওয়ার ইসলাম : বিশ্বব্যাপী যখন তরুণ তরুণীরা ভালোবাসা দিবস পালনে ব্যস্ত, তখন ইন্দোনেশিয়ার মুসলিম শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশ করলো ভালোবাসা দিবসের বিরুদ্ধে।মঙ্গলবার দেশটির সোরাবায়া শহরে ভ্যালেন্টাইনস ডে’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা।
তাদের দাবি, ভালোবাসা দিবস পালন মুসলিমবিরোধী সংস্কৃতি। এটি অবৈধ শারীরিক সম্পর্ককে উৎসাহিত করে। পোস্টারে ‘সে নো টু ভ্যালেন্টাইনস’ লিখে রাস্তায় বিক্ষোভ করছে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা। মাথায় স্কার্ফ পরিধান করে তারা ভালোবাসা দিবস বিরোধীবিক্ষোভে অংশ নেয়।
আন্দোলনের সংগঠক পান্ডু স্যাট্রিয়া বলেন, আমরা টেলিভিশনে দেখেছি ভালবাসা দিবস উপলক্ষ্যে অবাধে শারীরিক সম্পর্ক করা হয়। এটি আমাদেরকে ভীত করে তুলেছে। বিক্ষোভকারী স্কুলের হেড মাস্টার আইদা ইন্দায়াতি ওয়ালিয়ালি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের এমন বিক্ষোভ গৌরবের। এটি খুবই ইতিবাচক পদক্ষেপ।
সারা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার এই বিক্ষোভ ভ্যালেন্টাইনস ডে’র প্রতি সর্বশেষ ঘৃণা প্রদর্শন। এর আগে পাকিস্তানের একটি আদালত প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে।
২০১৫ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া’র মুসলমান ধর্মীয় নেতারা ভালবাসা দিবস পালন ও নারীদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ইন্দোনেশিয়ায়ও ভালবাসা দিবস পালন ও এই দিনে কনডম বিক্রিতে ফতোয়া দেওয়া হয়।
সূত্র : রয়টার্স
-এআরকে