আওয়ার ইসলাম : প্রায় ৫৬ বছর পর বেসামরিক বিমান চলাচল আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতদিন একটি অধ্যাদেশ দিয়ে বিমান পরিচালিত হতো। ১৯৬০ সালে জারি করা হয়েছিলো ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’। সেই অধ্যাদেশেরই আধুনিকায়ন করে প্রণয়ন করা হয়েছে নতুন বেসামরিক বিমান চলাচল আইন।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, '১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এই খসড়া তৈরি হয়েছে। বিভিন্ন অপরাধে সাজাও বাড়ানো হয়েছে এ খসড়ায়।'
গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
বিমান পরিচালনায় বাধা দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে 'বেসামরিক বিমান চলাচল আইন' ২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খসড়া আইনে, সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি বিমান নিয়ে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা গুণতে হবে বলে বলা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
-এআরকে