এই প্রথম মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য জানানো হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রেস ব্রিফ্রিংয়ে এসব কথা জানান।
তিনি জানান, মন্ত্রিসভা বৈঠকে জানানো হয়েছে, মালয়েশিয়া সরকারের উদ্যোগে এবারই প্রথমবারের মতো রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়েছে। বর্তমানে ওই ত্রাণ চট্টগ্রামের কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে আছে। তবে কী কী ত্রাণ পাঠিয়েছে তা এখনও জানা যায়নি। অবশ্য পর্যাপ্ত ত্রাণ পাঠিয়েছে বলে জানা গেছে। খালাসের পর এই ত্রাণ রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে বলেও জানান তিনি।
আরআর