আওয়ার ইসলাম : চীনে কর্মরত ৩২ খ্রিস্টান মিশনারিকে বহিষ্কার করেছে দেশটি। মিশনারিগণ দক্ষিণ কোরিয়ার নাগরিক। শনিবার দক্ষিণ কোরিয়ার সরকারি এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সিউলের গণমাধ্যম বলছে, উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের উত্তর-পূর্বাঞ্চলের ইয়ানজিতে ওই মিশনারিরা কাজ করতেন। এদের অনেকেই দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছিলেন।
মিশনারিদের গত জানুয়ারিতে বহিষ্কার করেছে চীন। একই সঙ্গে মিশনারি গ্রুপগুলোকে চীনের স্থানীয় আইন ও রীতি মেনে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। ফলে ধারণা করা হচ্ছে, মিশনারিগুলোর বিরুদ্ধে হয়তো চীনের জাতীয় স্বার্থ বিরোধী কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, চীন এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। থাড মোতায়েনের সঙ্গে এ ঘটনার সম্পর্কের বিষয়ে নিশ্চিত তথ্য নেই।
-এআরকে