ভারতে পরীক্ষার উত্তরপত্রে হিন্দি গানের কলি ও প্রেমপত্র লেখায় ১০ ছাত্রকে শাস্তির মুখে পড়তে হয়েছে। বালুরঘাট আইন কলেজের ওই ১০ পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক কমিটি।
জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় ওই সুপারিশ করা হবে।
তার আগে অবশ্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ডেকে কোন কৈফিয়ত তলব করতে রাজি নয় পরীক্ষা নিয়ামক কমিটি। তাদের সাফ কথা, ওই পরীক্ষার্থীরা পরীক্ষাপত্রে কী কী লিখেছে তার প্রমাণ রয়েছে। তবে ইসির সদস্যরা যদি ওই পরীক্ষার্থীদের ডেকে বক্তব্য শুনতে চায়, তা শুনতেই পারে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক সনাতন দাস বলেন, বালুরঘাট আইন কলেজের ওই ১০ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিলের জন্য আমরা ইসির কাছে সুপারিশ করছি। ইসির সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুপারিশ করার ব্যাপারে পরীক্ষা কমিটি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তবুও ১৮ তারিখের ইসি সভার আগে কমিটির ১১ জন সদস্য আমরা বসে নেব। এসব বরদাস্ত করা হবে না।
আরআর