জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)ইসরায়েলের এলিটা অঞ্চলে রকেট হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবার আইএস তাদের অফিশিয়াল মিডিয়া চ্যানেলে জানায়, এ হামলা তারাই চালিয়েছে। খবর দি ইনডিপেনডেন্টের।
তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আয়রন ডোম মিসাইস প্রতিরোধ সিস্টেম তিনটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। রকেট তিনটি পার্শ্ববর্তী দেশ মিসরের সিনাই প্রদেশ থেকে ছোঁড়া হয়েছিলো। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, ইসরায়েল দাবি করেছে ফিলিস্তিনি এক কিশোর দেশটির মধ্যাঞ্চলের একট খোলা মার্কেটে হামলা চালিয়ে চার জনকে আহত করছে। এ ঘটনাকে তারা সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে।
এআর