মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

১০০ জন ই-কমার্স উদ্যোক্তাকে সনদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

e-komarcআওয়ার ইসলাম: বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় ১০০ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি বলেন, ‘বাংলাদেশের ই-কমার্স খাত খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এ খাতে দক্ষ লোকবলের চাহিদা বাড়ছে। এ খাতকে এগিয়ে নিতে হলে ই-কমার্স উদ্যোক্তাদেরও দক্ষতা অর্জন আবশ্যক। উদ্যোক্তাদের দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’

দেশের ই-কমার্স খাতে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এ্যামপ্লয়মেন্ট অ্যান্ড গভার্ন্যান্স প্রজেক্ট (এলআইসিটি) এ প্রশিক্ষণের আয়োজন করে। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সদস্য প্রতিষ্ঠানগুলোর মোট ১০০ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

গত ৮ নভেম্বর ২০১৬ সালে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও বাস্তবায়ন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। প্রশিক্ষণ কর্মসূচির সিলেবাস প্রণয়ন ও সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ম্যানেজমেন্ট কনসাল্টেন্সি সার্ভিসেস।

উল্লেখ্য, ই-কমার্স উদ্যোক্তা প্রশিক্ষণটি ছিল মোট ১০০ ঘণ্টার। প্রশিক্ষণে মোট ৬৪ টি বিষয়ের ওপর ক্লাশ নেয়া হয়, এরমধ্যে ১৯টি ক্লাস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অবশিষ্ট ৪৫টি ক্লাস নেন ই-কমার্স খাতের বিশেষজ্ঞগণ। প্রশিক্ষণে ৪টি পরীক্ষার পাশাপাশি ২টি এসেসমেন্ট ছিল। প্রতি ব্যাচে ২৫ জন করে মোট ৪টি ব্যাচে প্রশিক্ষণটি সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলআইসিটি প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, এনডিসি। ই-ক্যাব এর অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোশারফ হোসেন পুরো প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আক্কাস এবং ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ