আওয়ার ইসলাম : ‘তারুণ্য ও ভবিষ্যৎ জ্ঞান’ প্রতিপাদ্যে চলছে ৪৮তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। গত ২৬ জানুয়ারি বইমেলার উদ্বোধন করেন মিশরের প্রধানমন্ত্রী শারফ ইসমাইল।
বইমেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় অংশ নিয়েছে আরব ও অনারব ৩৫ দেশের ৬৭০টি প্রকাশনী।
কায়রো আন্তর্জাতিক বইমেলা ২০১৭ তে ‘অতিথি দেশ’ সম্মাননা দেয়া হয়েছে মরক্কোকে।
কায়রো আন্তর্জাতিক বইমেলার এবারের বিশেষ দিক হলো, তরুণ প্রজন্মকে সাহিত্যে উৎসাহিত করতে এবারের মেলায় ১০০০ তরুণ লেখকের বই প্রকাশ করা হয়েছে। যাদের পূর্বে কোনো বই প্রকাশিত হয় নি।
উল্লেখ্য, কায়রো আন্তর্জাতিক বইমেলা হলো, আরববিশ্বের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ বইমেলা। ১৯৬৯ সাল থেকে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এ বইমেলার আয়োজন করা হয়।
দুই সপ্তাহব্যাপী বইমেলায় প্রায় ২০ লাখ দর্শনার্থী আগমন করে।
মিশরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে অনুষ্ঠিত বইমেলার আয়োজন করে ‘দ্য জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানা্ইজেশন’।
সূত্র : ডেইলি নিউজ, মিশর
এআরকে