মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

গণধর্ষণের শিকার হয়েছে রোহিঙ্গা নারীরা: এইচআরডব্লিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohigya womenআওয়ার ইসলাম : মিয়ানমারের রাখাইন রাজ্যে গত বছরের শেষ দিকে নিরাপত্তাবাহিনী রোহিঙ্গা কিশোরী ও নারীদের ধর্ষণের পাশাপাশি তাদের বিরুদ্ধে যৌন সহিসংতা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। সোমবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এ ঘটনায় জরুরি ভিত্তিতে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্তের অনুমোদন দিতে মিয়ানারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মিয়ানমারের মংডু জেলার অন্তত ৯টি গ্রামে ধর্ষণ, গণধর্ষণ, আগ্রাসীভাবে দেহ তল্লাশি ও যৌন হামলায় অংশ নেয় দেশটির সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের সদস্যরা।

এতে বলা হয়, ২০১৬ সালের ৯ অক্টোবর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের চৌকিতে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলার পর দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু 'পরিচ্ছনতা অভিযান' চালায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরুষ, নারী ও শিশুদের হত্যার পাশাপাশি সম্পদ লুট করে; পুড়িয়ে দেয় বাড়িঘরসহ অন্তত দেড় হাজার স্থাপনা। উদ্ভূত পরিস্থিতিতে ৬৯ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায় এবং আরও প্রায় ২৩ হাজার রোহিঙ্গা মংডু জেলায় আশ্রয় নেয়।

প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর দেশটির সরকারি বাহিনীর চালানো যৌন সহিংসতাকে মোটেও এলোপাতাড়ি বা সুযোগসন্ধানী বলে মনে হয়নি, বরং একে 'সমন্বিত ও পদ্ধতিগত হামলা' বলেই মনে হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ