আওয়ার ইসলাম : কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। ভারত কোনোদিন ভারতের অংশ ছিলো না। বলপূর্বক কাশ্মীর ভূখণ্ড দখল করে রেখেছে দিল্লি দাবি করেছেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপিকা নিবেদিতা মেনন।
অধ্যাপিকা নিবেদিতা মেনন যোধপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তরফ থেকে আয়োজিত ওই সভার আলোচ্য বিষয় ছিল ‘ইতিহাস পুনর্ব্যাখ্যা: জাতি, ব্যক্তি ও সংস্কৃতি।’
অধ্যাপিকা নিবেদিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয় এবং অবিলম্বে সিয়াচেন অংশ ভারতের ছেড়ে দেওয়া উচিৎ। এছাড়াও তিনি ভারতীয় সেনাদের উদ্দেশ্যে বলেছেন যে সেনাবাহিনীর সদস্যরা জীবন জীবিকার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। দেশের প্রতি তাঁদের কোনও দায় বা ভালোবাসা নেই।
নিবেদিতা মেননের এই ধরণের বক্তব্যের পরেই যোধপুর বিশ্ববিদ্যাল্য চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এবিভিপি কর্মীরা। যার জেরে শুক্রবার বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিবেদিতা মেননের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যোধপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরপি সিং।
অধ্যাপিকা নিবেদিতা মেননের সঙ্গে উক্ত সভার আয়োজক রাজশ্রী রানাভতের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ। আয়োজক রাজশ্রী অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন। নিবেদিতা মেননের পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে ‘কাশ্মীর বিশেষজ্ঞ’ বলে উল্লেখ করেছিলেন রাজশ্রী।
নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপিকা নিবেদিতা মেনন। আরএসএস কর্মীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে পালটা অভিযোগ করেছেন জেএনইউ অধ্যাপিকা।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম
-এআরকে