আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর বলেছেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ইসলামে বিশ্বাসী। অনেক অমুসলিম দেশেও ইনসাফের প্রতিক হিসেবে ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বিবেচনা করা হয়। অথচ আমাদের দেশে সূপ্রীম কোর্টের মত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যার পাশে রয়েছে জাতীয় ঈদগাহ সেখানে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে যা এদেশের মানুষের কাছে অকল্পনীয় একটি ব্যাপার। এটিকে অনতিবিলম্বে অপসারণ না করলে ধর্মপ্রাণ জনতা আন্দোলনে নামতে বাধ্য হবে।
আজ শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর পল্টনে খেলাফত আন্দোলনের পল্টন থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফেজ মাওলানা আবুল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা আবুল হাসানাতকে আহবায়ক ও মাওলানা জাফর আহমাদকে সদস্য সচিব করে পল্টন থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আরআর