আওয়ার ইসলাম : তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ১৯৯৭ সালে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সফরের পর এটিই ফিলিস্তিনি কোন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক বাংলাদেশ সফর।
বিকেলে বিমানবন্দরে ফিলিস্তিনী প্রেসিডেন্টকে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ।
বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনার জানানোর পর তার সম্মানে ২১ বার তোপধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি দল।
তার সফরকে স্বাগত জানিয়ে রাজধানী বিভিন্ন এলাকায় বাংলাদেশে ও ফিলিস্তিনের পতাকা ও দুদেশের প্রেসিডেন্টের ছবি টাঙ্গানো হয়েছে।
ফিলিস্তিনী নেতার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি ও ফিলিস্তিন কর্তৃপক্ষের একজন মুখপাত্র।
ঢাকায় অবস্থান কালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে যে ধরনের সমর্থন ও সহায়তা দিয়েছে তাতে তারা কৃতজ্ঞ।
তিনি জানান বাংলাদেশ ও ফিলিস্তিনি রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে আরো কিভাবে বিস্তৃত করা যায় সেটিই হবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফরের মূল উদ্দেশ্য।
সূত্র : বিবিসি
-এআরকে