আওয়ার ইসলাম : ভারত-পাকিস্তান যুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। সীমানায় গুলি নয়; যুদ্ধ চলছে সাইবার জগতে। পাকিস্তানি হ্যাকার দলের আক্রমণে কেরালা রাজ্য সরকারের ওয়েবসাইট হ্যাট হওয়ার পর এবার ভারতীয় হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়েছে পাকিস্তানের একাধিক সরকারি ওয়েব সাইট।
হ্যাক হওয়ার ওয়েব সাইটগুলোর মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্টের ওয়েবসাইটও রয়েছে।ইতোমধ্যেই হ্যাক করে ফেলা হয়েছে pakistan.gov.pk, president.gov.pk, কিংবা cabinet.gov.pk.-এর মত সব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। পরে এই সাইবার হামলার দায় স্বীকার করেছে Mallu Cyber Soldiers নামে একদল ভারতীয় হ্যাকার। কেরালা সরকারের অফিশিয়াল পোর্টাল হ্যাক করার বদলা নিতেই এমন কাজ তারা করেছে বলে জানিয়েছে।
বিশ্ববিখ্যাত হ্যাকার গ্রুপ Anonymous যেভাবে আইএসের ওয়েবসাইটে হামলা চালিয়েছিল, সেইভাবেই হামলা চালাচ্ছে Mallu Cyber Soldiers. এই দলে রয়েছেন দেশের একাধিক সাইবার সিকিউরিটি এক্সপার্টও।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
-এআরকে