আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ৩ দিনের এ সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান সাংবাদিকদের এ তথ্য জানান।
সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের এ সফরকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের পর মাহমুদ আব্বাসের এই সফর হবে ফিলিস্তিনের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ১৯৯৭ সালে ঢাকায় এসেছিলেন ইয়াসির আরাফাত।
আরআর