আওয়ার ইসলাম : রবিবার সকালে অসমের তিনসুকিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অাসম রাইফেলসের একটি সামরিক কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের৷ গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় আরও একজনের৷ আহত হয়েছে আরও অনেক।
শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গি-সৈনিক এখনও চলছে সংঘর্ষ৷
সামরিক সূত্রে জানা গেছে, ৫৩ নম্বর জাতীয় সড়কে কনভয় লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা৷ঘটনাটি ঘটে অসম-অরুনাচল সীমান্তে জাগুন নামে একটি এলাকায়৷
কনভয়টি পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলো। ঘটনার পিছনে আলফা জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷
নিরাপত্তা কর্মী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ এখনও চলছে৷ এরই মাঝে আটকা পড়েছেন পর্যটকেরা৷ তাঁদের উদ্ধারের চেষ্টা করছে প্রশাসন৷