আওয়ার ইসলাম : ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানন্তর করলে ‘বিস্ফোরক’ ফল বয়ে আনতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে বুধবার এ কথা বলেছেন তিনি।
পাশাপাশি ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ক্ষীণ হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইসরায়েলে ও ফিলিস্তিন, উভয়েই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। ওবামা বলেন, “যার সঙ্গে মূল ইস্যুগুলো জড়িত এবং যা দুপক্ষের জন্যই স্পর্শকাতর, এমন বিষয়ে যখন হঠাৎ একতরফাভাবে কোনো পরিবর্তন করা হয়, তখন তা বিস্ফোরক হয়ে উঠতে পারে।”
ওবামা জানান, ইসরায়েলের বসতি স্থাপন তৎপরতা নিয়ে সম্প্রতি জাতিসংঘের একটি প্রস্তাবে তার প্রশাসন বাধা দেয়নি, কারণ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান শান্তির একমাত্র উপায় বলে অনুভব করেছেন তারা।
-এআরকে