আওয়ার ইসলাম: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার নভোজ্যোৎ সিং সিধু। ৫৮ বছর বয়সী সিধু গত বছরের সেপ্টেম্বরে বিজেপি থেকে পদত্যাগ করেন। তারপর একটি নতুন দল গঠন করেন। দলটির নাম আওয়াজ-ই পাঞ্জাব।
এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, পাঞ্জাবের নির্বাচনে আগ মুহূর্তে সিধু কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে দলটিতে যোগ দেন। রোববার সিধু রাহুল গান্ধীর সঙ্গে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো বৈঠক করেন।
কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সিং এক টুইটবার্তায় জানান, 'কংগ্রেস নভোজ্যোৎ সিং সিধুকে স্বাগত জানাচ্ছে এবং দলটির পতাকাতলে আসায় তাকে দলের সহসভাপতি রাহুল গান্ধী ধন্যবাদ দিয়েছেন।'
পাঞ্জাবে আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এখানে সিধুর স্ত্রী নভোজ্যোৎ কৌর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি ক্ষমতাসীন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।
আরআর