আওয়ার ইসলাম : যুদ্ধবিধ্বস্ত সোমালিয়া থেকে উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমিয়েছিলেন আহমদ হুসাইন। একজন শরণার্থী হিসেবে কানাডায় আশ্রয় পান তিনি। আজ কিনা তিনি হয়ে েগেলেন কানাডার শরণার্থীমন্ত্রী।
কানাডার অভিবাসনমন্ত্রী হিসেবে গত শুক্রবার আহমেদের নাম ঘোষণা করা হয়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভার রদবদলের ফলে সুযোগটি পেয়েছেন তিনি। আহমেদকে সাবেক মন্ত্রী জন ম্যাককুলামের স্থলাভিষিক্ত করা হয়েছে। ১৯৯৩ সালে কানাডায় গিয়েছিলেন আহমেদ। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।
আহমদ হুসাইন মন্ত্রী হওয়ায় দারুণ উৎফুল্ল কানাডার আফ্রিকান কমিউনিটিগুলো। কারণ, আহমদ এখনো তার শেকড়ের কথা ভুলে যান নি। আহমেদের বন্ধু মাহামাদ অ্যাকর্ড জানান, কানাডার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েও তিনি (আহমেদ) শিকড়ের কথা ভুলে যাননি।
সূত্র : বিবিসি
-এআরকে