গতকাল তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে বুধবারে সংবিধান সংশোধনের জন্য ভোটাভুটির সময় এ ঘটনা ঘটে।
বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) অভিযোগ, সরকারি দল একে পার্টির এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে দেখিয়েছেন। তারা স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে দলীয় এমপিদের ওপর চাপ সৃষ্টি করেন।
সিএইচপির এমপি ফাতমা কাপলান একেপির এমপিদের এই কর্মকাণ্ড তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এসময় একেপির এমপিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এ ঘটনায় বাগবিতণ্ডার এক পর্যায়ে একে পার্টি ও সিএইচপির এমপিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
https://www.youtube.com/watch?time_continue=152&v=utd65BASWTY
আরআর