মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘ইরান ও উত্তর কোরিয়া বিশ্বের জন্য প্রধান হুমকি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tilarsan_usইরান ও উত্তর কোরিয়া বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনিত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

তিনি বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে এ মন্তব্য করেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের যোগ্যতা যাচাইয়ের জন্য ওই শুনানির আয়োজন করা হয়।

আমেরিকার সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী টিলারসন তার ভাষায় বলেন, ইরান ও উত্তর কোরিয়া ‘আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে না’ বলে দেশ দু’টি বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।  তিনি আরো বলেন, ‘ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক চুক্তিগুলো লঙ্ঘনের’ বিষয়টি আমেরিকা উপেক্ষা করতে পারে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনিত হওয়ার পর টিলারসন এই বক্তব্য দিলেও গত বছর ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার ব্যপারে আগ্রহ দেখিয়েছিলেন তিনি।  বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সিনেটরদের ভোট আকৃষ্ট করার জন্য তিনি আগ বাড়িয়ে ইরান বিরোধী বক্তব্য দিয়েছেন।

মার্কিন সিনেটের শুনানিতে টিলারসন বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওয়াশিংটনের কিছু কিছু পদক্ষেপ বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যাতে আর কোনো যুদ্ধ না হয় আমেরিকার উচিত সেজন্য পদক্ষেপ নেয়া। রেক্স টিলারসন বলেন, রাশিয়া সম্প্রতি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে আমেরিকার স্বার্থ উপেক্ষা করা হয়েছে।  মস্কোর ব্যাপারে ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের নীতি স্পষ্ট করতে গিয়ে টিলারসন বলেন, “রাশিয়া ও আমেরিকা পরস্পরের শত্রু  বা মিত্র হতে পারে কিন্তু তারা কখনোই পরস্পরের ভালো বন্ধু হবে না।”

পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ