আওয়ার ইসলাম : আগামী সপ্তাহেই রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া বৈঠকে বসছেন ওআইসি পররাষ্ট্রমন্ত্রীগণ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে সংবাদটি প্রকাশ করেছে এএফপি।
আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠব্য বৈঠকে ওআইসির ৫৬টি সদস্য দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবে বলে আশা হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৈঠকে নেতৃত্ব দিবেন। তিনি ইতিমধ্যে মায়ানমারকে গণহত্যা বন্ধের আহবান জানিয়েছেন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মালয়েশিয়ার একজন সিনিয়র মন্ত্রী আঞ্চলিক জোট আসিয়ানকেও মায়ানমারের মানবাধিকার পরিস্থি পযবেক্ষণের আহবান জানিয়েছেন। তিনি মায়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন। তিনি বলেন- আসিয়ানের সদস্য দেশগুলোর উচিৎ মায়ানমারের সদস্য পদের ব্যাপারে পুনর্বিবেচনা করা।
সূত্র : আরব নিউজি
-এআরকে