মুফতি আবদুল্লাহ
প্রশ্ন : স্বামী-স্ত্রী এক সাথে জামাতে নামাজ পড়তে পারবে কি না? যদি পারে তাহলে দাঁড়ানোর নিয়ম কী হবে?
উত্তর : হ্যাঁ, স্বামী-স্ত্রী এক সাথে জামাতে নামাজ পড়তে পারবে। স্ত্রী স্বামীর একতিদা করলে তা সহিহ হবে। স্ত্রী স্বামীর বরাবর হয়ে দাঁড়াবে না বরং একটু পিছনে দাঁড়াবে। [ফাতাওয়ায়ে দারুল উলুম ৩/৩৪]
আআ