আবু সাঈদ যোবায়ের
জন্মের পর শিশুর অন্যতম জীবন উপাদান বুকের দুধ। শিশুর বিকল্পহীন খাদ্য। শিশু ভেদে দুধ খাওয়ার ধরণ ও সময়ে ব্যবধান সৃষ্টি হয়। তবে বুকের দুধ খাওয়ানোর জন্য শরিয়ত নির্ধারিত একটি সময়সীমা রয়েছে।
শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হল, জন্ম থেকে চান্দ্র মাস হিসাবে দু’বছর। এরপর শিশুকে বুকের দুধ পান করানো জায়েয নয়। কুরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের বর্ণনামতে এটাই প্রমাণিত ও অনুসরণীয়।
– সহীহ বুখারী ২/৭৬৪; হিদায়া (ফাতহুল কাদীর) ৩/৪২৩